যোগদানের পরে ঘুষের টাকা বহনে সহকারী পরিচালকের ক্যশিয়ার নিয়োগ

সহজীকরণ সেবায় ঘুষের জন্য জটিলতা তৈরি করছে কুমিল্লা বিআরটিএ

Passenger Voice    |    ০৩:৫৩ পিএম, ২০২৪-০৩-১৪


সহজীকরণ সেবায় ঘুষের জন্য জটিলতা তৈরি করছে কুমিল্লা বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক ঃ গ্রাহক সেবায় হয়রানি, অনিয়ম ও ঘুষ গ্রহনের অভিযোগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) ফারুক আলমের বিরুদ্ধে। এবার অর্ধ-শতাধিক চালকের ড্রাইভিং লাইসেন্স এর অমিল সংশোধনে ঘুষ না পাওয়ায় আবেদন বাতিল করেছেন তিনি। চলতি বছরের ০৭ ফেব্রুয়ারী বিআরটিএর প্রশাসন শাখার ২২৯ নং স্বারকের আদেশ মতে বিআরটিএ রংপুর সার্কেল থেকে বিআরটিএর কুমিল্লা সার্কেলে বদলী হয়ে আসেন এই কর্মকর্তা। রংপুর সার্কেলে দায়িত্ব পালনের সময়ও গ্রাহকদের নানান অজুহাতে হয়রানি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কুমিল্লা সার্কেলে যোগদানের পরে ঘুষের টাকা বহনের জন্য নিয়োগ দিয়েছে ক্যাশিয়ার। প্রতিটি ফাইলের ভাঁজে টাকার গন্ধ খুঁজেন তিনি। ঘুষের টাকার গন্ধ না পেলে যে কোন ধরনের আবেদন তিনি বাতিল করতেও পিছুপা হচ্ছেন না। এবার প্রায় অর্ধ-শতাধিক চালকের ড্রাইভিং লাইসেন্স নবায়নে বিএসপি একাউন্টে অমিল সংশোধনে ঘুষ না পাওয়ায় বাতিল করেছেন আবেদন। 

বিআরটিএর প্রধান কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ নং-৩৫.০৩.০০০০.০০৪.১৪.০২৫.২৩-২৪৮ সংক্ষক স্বারক মূলে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স শাখার উপ-পরিচালক (ইঞ্জিঃ) মো.ইব্রাহীম খলিল নিউ ফ্লো সিস্টেমে (অনলাইনে) ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন, প্রতিলিপির আবেদন, ড্রাইভিং লাইসেন্সের আবেদন চালু থাকা সত্ত্বেও বিআরটিএর বিভিন্ন সার্কেল অফিসে ম্যানুয়েল পদ্ধতিতে (অফলাইনে ওল্ড ফ্লো-এর মাধ্যমে) সেবা সমূহের আবেদন করা হয় এবং ডিএলএস (DLS) সিস্টেমে ডাটা এন্ট্রি পূর্বক গ্রাহকের আবেদন প্রসেস করা হয় এবং বায়োমেট্রিক প্রদান করেন। ওল্ড ফ্লো-এর স্মার্ট কার্ড পেতে বিলম্ব হওয়ায় উক্ত গ্রাহক পুনরায় একই আবেদন অনলাইনে (নিউ ফ্লো-এর মাধ্যমে) দাখিল করেন। কিছু ক্ষেত্রে এর বিপরীত চিত্রও পরিলেক্ষিত হয়। ফলে, নিউ ফ্লো এবং ওল্ড ফ্লো দুইটি পদ্ধতিতে একই আবেদন জমা হওয়ার কারনে এমএসপিপিএল (MSPPL) এর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম (DLS) এ অনাকাঙ্ক্ষিত জটিলতার সৃষ্টি হচ্ছে এবং স্মার্ট কার্ড সরবরাহ করতে পাচ্ছেন না। ফলে আগামী ১৮ মার্চ থেকে বিআরটিএর সার্কেল অফিস গুলোতে ম্যানুয়াল পদ্ধতিতে (অফলাইনে ওল্ড ফ্লো-এর মাধ্যমে) নতুন কোন আবেদন গ্রহন না করার জন্য সব সার্কেল অফিসের সহকারী পরিচালক (ইঞ্জিঃ)দের নির্দেশনা প্রদান করেছেন। 

বিআরটিএ একদিকে বলছে দালালের হয়রানি থেকে বাঁচুন ও ঘুষ ছাড়া গ্রাহক সেবা গ্রহন করুন। অন্যদিকে বিআরটিএর কতিপয় কর্মকর্তা-কর্মচারিরা বিআরটিএর এই নির্দেশনায় বিরক্তি পোষণ করছেন। বিআরটিএ যদি সব কাজ অনলাইনে করে তাহলে একদিকে গ্রাহকের সময় বাঁচবে এবং হয়রানি থেকে রক্ষা পাবে অন্যদিকে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়ন হবে। বিআরটিএর বর্তমান চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সেই লক্ষ্যে বিআরটিএ’কে ডিজিটাল বিআরটিএ হিসেবে গঠন করতে কাজ করে যাচ্ছেন। তবে ডিজিটাল সেবা গ্রহন করতে গিয়ে কুমিল্লার অর্ধ-শতাধিক চালককে পড়তে হয়েছে ভোগান্তিতে অনলাইনে অমিল সংশোধনের আবেদন করলে কোন কিছু যাচাই- বাছাই ছাড়া আবেদন বাতিল করে দেয়ার অভিযোগ উঠে খোদ বিআরটিএ কুমিল্লা সার্কেলের সহকার পরিচালক (ইঞ্জিঃ) ফারুক আলমের বিরুদ্ধে। প্যাসেঞ্জার ভয়েসের হাতে থাকা নথি বিশ্লেষণ করে দেখা যায় SHIMUL MIA, DL NO- CM0000847L00002, DL_REFERENCE NO- CKCOCO5982.  MD EMON DL NUMBER NO- CM0000914TL0006, DL REFERENCE NO-CFCOCO5116. MOJAMMEL HOQUE DL NUMBER NO- CM0000947L00009 , DL REFERENCE NO-CKCOCO5863. .MD BILLAL HOSSAIN DL NUMBER NO- CM0004430H00000, DL REFERENCE NO-CM4666. SHAID MIAH DL NUMBER NO- CM0005038HP0006, 
DL REFERENCE NO-CM689/94. AL SAMUN DL NUMBER NO- CM0005169H00008, DL REFERENCE NO-CM2465/00. MD AKTER HOSSAIN DL NUMBER NO- CM0005330H00004, DL REFERENCE NO-CM2272/99. KAZI SIRAZUL  ISLAM DL NUMBER NO- CM0005685L00003, DL REFERENCE NO-CAC9A00647. MD ISMAIL HOSSAIN DL NUMBER NO- CM0006082L00009, DL REFERENCE NO-CC9J02060. MD ABUL KASHEM MOLLAH DL NUMBER NO- CM0006511L00002, 
DL REFERENCE NO-CJCOCO4304. MD JAHANGIR ALAM DL NUMBER NO- CM0007205H00005, DL REFERENCE NO-CM3037  . MD JASHIM UDDIN DL NUMBER NO- CM0008950HP0000, DL REFERENCE NO-CM7075/02. MD RAJU AHMED KHAN DL NUMBER NO- CM0009257H00004, DL REFERENCE NO-CM3415/00. SREE NUKOL CHANDRA DAS DL NUMBER NO- CM0009359HP0008, 
DL REFERENCE NO-CKPOCO8545. MD RAYHAN SARKAR DL NUMBER NO- CM0010441C00008, DL REFERENCE NO-CM1107/98. MD NUR ALAM DL NUMBER NO- CM0010889H00001, DL REFERENCE NO-CM11848/08. MD ABDUL KHALEK DL NUMBER NO- CM0015317HP0003, DL REFERENCE NO-CM10858/05. RUBEL AHAMED DL NUMBER NO- CM0017464CL0007, DL REFERENCE NO-CKPOCO10761. MD SUJON DL NUMBER NO- CM0020176M00004, DL REFERENCE NO-CKCOCO14047. MD AMAN ULLAH DL NUMBER NO- CM0024593L00002, DL REFERENCE NO-CKCOCO15607. SHAHADAT HOSSAIN DL NUMBER NO- CM0028303HP0002, DL REFERENCE NO-CM11481/07. MD HARUN DL NUMBER NO- CM0035414L00006, DL REFERENCE NO-COM10014. MD MAHABUB ALAM BHUIYAN DL NUMBER NO- CM0037025L00004, DL REFERENCE NO-COM10600. MD LITON DL NUMBER NO- CM0038872HP0000, DL REFERENCE NO-CM10733/04. MD SABUJ  DL NUMBER NO- CM0039563L00001, DL REFERENCE NO-COM13095. MD GIASUDDIN DL NUMBER NO- CM0040478L00006, DL REFERENCE NO-COM13919. MD BACIR DL NUMBER NO- CM0043121L00006, DL REFERENCE NO-COM16927. MD AL AMIN MIAH DL NUMBER NO- CM0044204CL0001, DL REFERENCE NO-COM9616 .  বাতিলকৃত সকল আবেদনের ব্যক্তিরা পেশাদার চালক বলে জানা যায়।

নাম প্রকাশ না করার শর্তে চালকরা জানায়, বিআরটিএতে হাতে হাতে সংশোধনের ফাইল নিয়ে গেলে মোটা অংকের টাকা দাবী করে কর্মকর্তা-কর্মচারিরা । বিআরটিএর বারবার বিজ্ঞাপন দিয়ে অনলাইনে কাজ করার পরামর্শ দেওয়ায় আমরা সবাই অনলাইনে আবেদন করি। কিন্তু অনলাইনে কাজ হওয়া তো দুরের কথা বরং এখন আরো নতুন জটিলতায় পড়েছি। কবে এই জটিলতা থেকে বের হবো বলতে পারছিনা। ঈদের আগে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ না থাকায় পুলিশের মামলার ভয়ে মালিকরা এখন আর আমাদের গাড়ি চালাতে দিচ্ছে না। ঈদের আগে যদি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে না পারি তাহলে হয়তো আমাদের পরিবারের ঈদের আনন্দ বিলিন হয়ে যাবে। 

এদিকে ড্রাইভিং লাইসেন্স এর অমিল সংশোধনের সময় বয়সের যে সমস্যার কথা উল্লেখ করা হচ্ছে সে বিষয়ে ২০০১ সালের ১২ নং-বিআরটিএ/৭৭এ(অংশ-১)/৯৮-৪৭৭ (৮৫) নং সংখ্যক স্বারক মূলে তৎকালিন বিআরটিএর চেয়ারম্যান মো. আজিজুল হক ভুইয়ার জারিকৃত সার্কুলার এর পরে নতুন কোন আদেশ হয়নি বলে বয়স সংশোধনের আবেদন বাতিল করার কোন সুযোগ নেই।  

এই বিষয়ে জানতে চাইলে বিআরটিএ কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) ফারুক আলম প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, আমি বিষয়টি ভুল বসতঃ বাতিল করেছি, আমি সদর কার্যালয়ে আবেদন করে ফের ঠিক করে দিব। আমি মনে করেছিলাম তারা সংশোধন করতে আবেদন করেছে পরে বুঝতে পেরেছি অমিল সংশোধন হবে। 

তবে অবৈধ লেনদেন ও ঘুষ গ্রহনের জন্য ক্যাশিয়ার নিয়োগের বিষয়ে কোন মন্তব্য না করলেও বিআরটিএর সিটি টিভি ফুটেজে ক্যাশিয়ার রাজাকে বিআরটিএর অফিসে ঘুরাফেরা করতে দেখা যায়।